প্রসেসর হল কম্পিউটারের প্রধান অংশ এবং তার কারণ

আজকে আলোচনা বিষয় হলো প্রসেসর(Processor):

Processor or Microprocessor: প্রসেসর কী ? তা জানার আগে, আমি উদাহারণ এর মাধ্যমে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি... আমরা জানি মানুষের শরীরের প্রধান  অংশ হলো মস্তিস্ক।ঠিকতেমনি কম্পিউটার, মোবাইল ফোন বা এধরনে আইসিটি ডিভাইস গুলোতে সবচেয়ে প্রধান  বা গুরুত্বপূর্ণ  অংশ হলো প্রসেসর।


সাধারণত এই ক্ষুদ্র যন্ত্র বা প্রসেসর টি অসংখ্য  ইন্টিগ্রেটেড সার্কিট (IC) দিয়ে তৈরি করা হয়। আবার এই আইসি (IC) তৈরি হয় ট্রানজিস্টর দিয়ে। তাই  একটি প্রসেসরের ট্রানজিস্টরের পরিমাণ যত বেশি হবে প্রসেসরের গতি তত বেশি হবে। প্রসেসরে গতি সাধারণত হার্জ (Hz)   এককের পরিমাপ করা হয়। বর্তমানে ইন্টেল কোর i7কোর ,i3 কোর ,i5 এ জাতীয় প্রসেসর বহুল ব্যবহার দেখা যায়। এগুলো উচ্চ  গতি সম্পন্ন  তাই GHz এককের প্রসেসর। ইন্টেল - ৪০০৪ এ ট্রানজিস্টর সংখ্যা ছিল মাত্র ২৩০০ টি  অপর দিকে কোর i7 এর ট্রানজিস্টর পরিমাণ হলো ২২৭০০০০০০০০ টি 

বর্তমানে প্রচলিত   প্রসেসরকে তিন ভাগে ভাগ করা যায়-
সিস্ক প্রসেসর (CISC Processor): 
CISC এর পূর্ণরুপ হলো. Complex Instruction Set Computing
এই প্রসেসর তুুলনামুলকভাবে জটিল ইনস্ট্রাকসন ব্যবহার করা হয়।
এসেম্বলি ভাষায় প্রেগ্রামিং এর জন্য এ প্রসেসর বেশি উপযোগী।

রিস্ক প্রসেসর(RISC Processor)
RISC এর পূর্ণরুপ হলো    Reduced Instruction Set computing
এই প্রসেসর সরল ও ছোট মোডের ইনস্ট্রাকসন ব্যবহার  করা যায় । 
উচ্চতর ভাষায় প্রেগ্রামিং এর জন্য এ প্রসেসর বেশি উপযোগী । 

বিশেষ ব্যবহার কার্যের প্রসের (Special Purpose Processor)
বিশেষ কোন কাজের উদ্দেশ্যে অথবা প্রধান প্রসেসরের কার্যক্ষমতা বাড়ানোর জন্য যে সকল প্রসেসর ব্যবহৃত হয় , তাকে বিশেষ  ব্যাবহার  কার্যে প্রসেসর বলে ।

Previous
Next Post »

1 comments:

Click here for comments
January 18, 2020 at 1:02 AM ×

অনেক সুন্দর আর্টিকেলটি। অনেক কিছু জানার আছে। প্রসেসরের দাম নিয়ে কিছু বললে ভাল হত।

Congrats bro Ruhul Shoikot you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar

Microsoft Office 2013 এর পরিচিতি

Microsoft office 2013 Concept: Microsoft Office productivity Suiteএ তৃতীয় যুগান্তরী  ভার্সন হচ্ছে  Microsoft Office 2013, এটি Microsoft ...