পাওয়ার সাপ্লাই পরিচিতি এবং তার গুরুত্ব

এখন আমি কম্পিউটারে যন্ত্রাংশের বিভিন্ন অংশগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি. শুধু আপনাদের কল্যাণের জন্য-
 সর্বপ্রথম আমি কম্পিউটারে পাওয়ার সাপ্লাই(Power Supply) নিয়ে আলোচনা করছি।


কম্পিউটারের মাদার বোর্ড, হার্ড ডিস্ক, সিডিরমসহ এবং কম্পিউটারের অর্ন্তভুক্ত সকল যন্ত্রাংশে কার্যক্ষম করার জন্য ‍যে যন্ত্রাংশ থেকে বিভিন্ন মাত্রায় বিদুৎ শক্তি যোগান পাওয়া যায, তাকে পাওয়ার সাপ্লাই বলে।
Previous
Next Post »

Microsoft Office 2013 এর পরিচিতি

Microsoft office 2013 Concept: Microsoft Office productivity Suiteএ তৃতীয় যুগান্তরী  ভার্সন হচ্ছে  Microsoft Office 2013, এটি Microsoft ...