Microsoft Office 2010
Concept: Microsoft Office Productivity Suite এর দ্বিতীয় যুগান্তকারী ভার্সন হচ্ছে Microsoft Office 2010 এটি Microsoft Office 2007 পরবর্তী ভার্সন।Microsoft Office 2010 ভার্সনটি ব্যাবহারকরীদেরে উদ্দেশ্যে April 15, 2010 তরিখের বাজারজাত করণ করা হয়। পূর্ববতী ভার্সনগুলো তুলনায় এই ভার্সনের সংযুক্ত নতুন ফিচার গুলো হচ্ছে, Extended File Format Support , Backstage File Menu, New Collaboration Tolls, Customize able, Ribbon, Protected View, এবং Navigation Panel। এটিই প্রথম ভার্সন যা ৩২ বিট থেকে ৬৪ বিটে রূপান্তর করা হয়েছে। একই সাথে মাইক্রোসফট করপোরেশন তার Mobile Productivity Suite কেও Office Mobile 2010 নামে প্রকাশ ঘটিয়েছ।
New feature in Office 2010
Concept: Microsoft Office 2010 তার পূর্ববতী ভার্সন তথা 2007 এর চাইতে শতাধিক নতুন ফীচারসহ অার্বিভূত হয়েছে। এই ভার্সনটি এমনভাবে তৈরী করা হয়েছে যেখানে বর্তমান সময়ে একজন ব্যবহারকারী তার সামগ্রীক প্রয়োজন কম্পিউটারে বসেই মেটাতে পারে ।Office 2010 উইন্ডো দেখতে হুবহু Office 2007 এর মতো। Word 2010 এ Text Effects কে আগে চাইতে আরো বেশী উন্নত করা হয়েছে। এর বিভন্ন রকম Text Effects থেকে Paragraph, Ch Character, List,Table, Style,এর ক্ষেত্রে পছন্দমতো Text Effects প্রয়োগ করা যায়। Office 2010 ভার্সনের Outlook এখন আরো বেশি আপগ্রেড। Outlook 2010 ভার্সনের এখন খুব সহজেই লোকাল ভিডিও এবং ওয়েব ভিডিও প্রবেশ করা যায়। এর ভিডিও টুলস এর মাধ্যমে Fades,Fideo Effects and Styles,Preview Image for Video প্রয়োগ করা যায়। এখানেই ই-মেইল ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে নুতন স্টাইল যুক্ত করা হয়েছে। Office 2010 Version এর রিবনকে কাস্টোমাইজ করা যায়। নিজের প্রয়োজন মত কমান্ডসহ নতুন রিবন সংযোজন করা যায়। একটি অবজেক্ট সিলেক করলে তা এডিট বা ফরম্যাট করার জন্য রিবন তালিকায় Contextual রিবন যুক্ত করা হয়। Office 2010 ভার্সনের File tab নামে বিভিন্ন টুলস্সহ Office Backstage সংযোজীত হয়েছে। Print Preview অপশনকে Print অপশনের সাথে যুক্ত করে দেয়া হয়েছে। Office 2010 ভার্সনের যে কনটেনটকে পোস্ট করা হবে তার প্রিভিউস আরো কিছু প্রদর্শিত হয়। One Note 2010 এ আরো উন্নত Search Navigation, Quick Filling, এবংLinked Notes সংযোজীত হয়েছে। Microsoft Office 2010 32- bit, এবং 64-bit Architecture এ কাজ করে । যার ফলে অনেক বড় এবং জটিল Data Spreadsheets সাপোর্ট করে । Power Point 2010 এর মাধ্যমে প্রেজেন্টেশনকে বিশ্বের যেকোন প্রান্তের ব্যবহারকারীর সাথে খুব সহজে শেয়ার করা যায় । Office 2010 এর Mobile Application গুলো Windows Mobile 6.5 বা তার পরবর্তী পরবতী ভার্সন এবং Nokia Device গুলোতে ব্যবহার করা যাবে।
Features are added in Office 2010:
- Ribbon interface and Backstage View across all applications.
- Background Removal Tool
- letter styling
- The word 2007 Equation Editor is common to all application, replacing Microsoft Equation editor 3.0
- New smart Art templates
- New text and image editing effects.
- Screen Capturing and Clipping tools
- Live collaboration Functions
- Jump lists in Windows 2007
- New animations and transitions in Power Point 2010
- View Side by side synchronous Scrolling Word 2010
ConversionConversion EmoticonEmoticon